ওমরাহ বা ভিজিট ভিসায় সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে যে প্রতিষেধক বাধ্যতামূলক করছে সৌদি আরব, সেই মেনিনজাইটিস টিকা ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সংস্থার মহাপরিচালক অধ্যাপক আবু জাফর বলেন, টিকা সহজলভ্য করতে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকার জন্য নির্দিষ্ট টিকাদানকেন্দ্র ঠিক করে দেওয়া হবে, যেখানে টাকা দিয়ে টিকা নেওয়া যাবে। টিকা গ্রহণকারীদের একটি সনদ দেবে সিভিল সার্জন অফিস। আর টিকাগ্রহণ সংক্রান্ত সব তথ্য সংরক্ষণ করা হবে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখায়।
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যারা ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে সৌদি আরবে কাজের জন্য যাওয়া কর্মীদের এই টিকা লাগবে না।