![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-04%252Fc10e014a-653d-4d9f-a5b6-f51d96506433%252FUntitled_1.jpg%3Frect%3D0%252C0%252C600%252C400%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
রিটার্ন জমা দেওয়ার সময় আছে মাত্র ৭ দিন
প্রথম আলো
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৩৫
ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আছে আর মাত্র সাত দিন। দুই দফা সময় বাড়ানোর পর ৩১ জানুয়ারি রিটার্ন দেওয়ার সময় শেষ হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে করদাতাদের রিটার্ন জমা দিতে হবে।
এর আগে ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক দুটি আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে প্রতিবছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- করদাতা
- শীর্ষ করদাতা