স্মার্টফোনের বড় ক্ষতি হতে পারে যেসব ভুলে

যুগান্তর প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:২২

ফোন থাকা চাই-ই চাই—আনন্দের মুহূর্ত হোক বা বিরহের সময়। পকেটে মানিব্যাগ না থাকুক, কাঁধে ব্যাগ না থাকুক। মোবাইল ফোন আজকালকার সময়ে বাধ্যতামূলক। পকেটে টাকা নেই, অনলাইন থেকে পেমেন্ট করে দিতে পারবেন। সুপারশপে কেনাকাটা করে নির্বিঘ্নে মেটাতে পারবেন বিল।


তবে বিনোদন ও অবসরের অন্যতম মাধ্যম হয়ে ওঠা ফোন দ্রুতই নষ্ট হতে পারে আপনার কিছু ভুলে। তার মাঝে উল্লেখযোগ্য আছে—


ফোন চার্জ দেওয়ার জন্য সস্তার চার্জিং কেবল ব্যবহার। এক্ষেত্রে ফোনের ব্যাটারির ওপরে খারাপ প্রভাব পড়ে। তাই চেষ্টা করুন সবসময় আসল চার্জারটি ব্যবহার করতে।


ব্যাটারি পুরো শেষ হওয়ার পরে চার্জ দেওয়ার অভ্যাস খুবই ক্ষতি করে স্মার্টফোনে। ফোনের ব্যাটারি ৩০ শতাংশ থাকতে থাকতেই চার্জ দেওয়া দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও