প্রাতিষ্ঠানিক সংস্কার কেন চাই
মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের আরিজোনা রাজ্যকে আলাদা করার জন্য মাঝখানে একটি দেয়াল দেওয়া আছে; যেমন ছিল পূর্ব ও পশ্চিম বার্লিনকে আলাদা করার জন্য ‘বার্লিন ওয়াল’। মেক্সিকো-মার্কিন সেই দেয়ালের ওপর দাঁড়িয়ে উত্তর দিকে তাকালে চোখে পড়ে আরিজোনা রাজ্যের নোগালেস শহর। উন্নত দেশের উন্নত শহর। এখানে বেশির ভাগ লোকের আর্থ-সামাজিক অবস্থান আন্তর্জাতিক মাপে বেশ উঁচুতে।
সব দিক থেকেই তারা ভালো আছে, ভালো থাকবে, আকাশের ঠিকানায় চিঠি লিখবে। উন্নতির উপসর্গ হিসেবে কিছু উপাদান উল্লেখ করা যায়; যেমন—সেখানকার মানুষ বেশিদিন বাঁচে, বেশির ভাগ ছেলেমেয়ে অনেক দূর পর্যন্ত পড়ালেখা করে, অর্জিত সম্পদের নিরাপত্তা নিয়ে নাগরিকদের ভাবতে হয় না, কোথাও বিনিয়োগ করলে মার খাওয়ার চান্স নেই, নেতা পছন্দ না হলে নির্দিষ্ট সময়ের পর নিজেদের পছন্দের লোককে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে পারে। আইনের শাসনের কঠোর বাস্তবায়নে মাস্তানি, গুণ্ডামি, জবরদখল, গুম, খুন, রাজনৈতিক হয়রানি অনেকটাই সেখানে নিষিদ্ধ।
- ট্যাগ:
- মতামত
- সংস্কার প্রস্তাব
- সংস্কার