গণহত্যার বিচার ও আহতদের চিকিৎসা
জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের বিচার, সংস্কার, নির্বাচন—কোনোটিই কোনোটির সঙ্গে সাংঘর্ষিক নয়। একটি বাদ দিয়েও আরেকটি নয়। এর পরও অতিকথন, অতিরাজনীতির পরিণতিতে গত মাস কয়েকে বিচার এবং সংস্কার হয়ে পড়ছে সেকেন্ডারি। আহতদের চিকিৎসা দিনকে দিন প্রসঙ্গ থেকেই হারিয়ে যাচ্ছে।
এ কাজের বিশেষ দায়িত্বরত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর ভেতরেও গোলমাল। এর সাধারণ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারজিস আলম পদ ছেড়ে দিয়েছেন। কারণ হিসেবে বলেছেন, তাঁর আর দায়িত্ব পালনে ‘প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হচ্ছে না’। আবার এ কথাও বলেছেন, তাঁর পদত্যাগের পর ‘সাধারণ সম্পাদক’ নামের কোনো পদ আর ফাউন্ডেশনে নেই।