You have reached your daily news limit

Please log in to continue


আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে লঙ্কানদের দাপট

গত বছরটা দারুণ কাটিয়েছে শ্রীলঙ্কা। বিশেষকরে ওয়ানডে সংস্করণে। জয়ের হিসেবে সবার উপরেই তারা। ১৮ ম্যাচের ১২টিতে জয়। তার পুরস্কার আইসিসির ঘোষিত ওয়ানডে একাদশেও পেয়েছে তারা। একাদশের চারজনই তাদের দলের। এমনকি অধিনায়কও বাছাই করা হয়েছে লঙ্কান দল থেকেই।

অন্যদিকে তারকাবহুল ভারত দল থেকে নেই কেউ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দলটি তো বটেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল থেকেও নেই কেউ। এছাড়া ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দলের কোনো খেলোয়াড় নেই। নেই বাংলাদেশের কোনো খেলোয়াড়।

ভারত ও বাংলাদেশ না থাকলেও এশিয়ার তিনটি দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানেরই আধিপত্য এই একাদশে। এই তিন দেশ থেকেই আছেন ১০ জন। শ্রীলঙ্কার চার ক্রিকেটার ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন করে। এর বাইরে একজন রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন