অস্কার মনোনয়নেও ‘এমিলিয়া পেরেজ’–এর বাজিমাত

প্রথম আলো প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:০২

চলতি মাসের শুরুতে গ্লোন্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ চারটি পুরস্কার পেয়েছিল ‘এমিলিয়া পেরেজ’। এবার অস্কারেও সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পেল জ্যাক অঁদিয়ারের মিউজিক্যাল সিনেমাটি। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন। লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে এ মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী র‍্যাচেল সেনট ও অভিনেতা বোয়েন ইয়াং।


মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট ফন্দি করে যে অস্ত্রোপচার করে নারীতে রূপান্তরিত হবে। এমন গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’। শুরুতে তত আলোচনা না হলেও গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়। অস্কারে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা আন্তর্জাতিক সিনেমাসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোয় মনোনয়ন পেয়েছে ছবিটি। অস্কারে ১৩টি মনোনয়ন পেয়ে অঁদিয়ার এএফপিকে বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও