ওমরাহ যাত্রীদের টিকার জট কাটছে দেশীয় ইনগোভ্যাক্সে
হজযাত্রীদের পাশাপাশি এবার ওমরাহ ও ভিজিট ভিসার যাত্রীদের জন্যও স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) বাধ্যতামূলক করেছে সৌদি আরব। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ টিকা নিতে হবে যাত্রার অন্তত ১০ দিন আগে। হঠাৎ করে সৌদি সরকারের এমন সিদ্ধান্তে বেকায়দায় পড়েছেন ওমরাহযাত্রী ও এজেন্সিগুলো। টিকার জন্য এদিক-সেদিক ঘুরে অনেকেই শেষ পর্যন্ত ওমরাহ যাত্রাই বাতিল করে দিচ্ছেন।
এমন অবস্থায় টিকা নিয়ে তৈরি এই সংকট কাটার আভাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মূলত দেশীয় প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিকা ইনগোভ্যাক্সের ওপর ভরসা করেই সংকট কাটার আভাস পাওয়া যাচ্ছে। ২৮ জানুয়ারির পর থেকে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার এই টিকা সহজেই মিলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। সিভিল সার্জন অফিসের মাধ্যমে এই টিকা জেলা শহরেও পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
তবে এই টিকা সরকারিভাবে দেওয়া হবে না। অর্থাৎ প্রত্যেককে কিনে নিতে হবে টিকা। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ওমরাহ
- স্বাস্থ্য পরীক্ষা
- টিকা
- ওমরাহ হজ