ইসরায়েল ও তুরস্ক কখন যুদ্ধে জড়িয়ে পড়বে?
আগামী তিন মাস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন নীতি নেবেন, যেখানে তিনি সিরিয়াকে ভেঙে ফেলার চেষ্টা করবেন।
বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ইরাক ও সিরিয়ায় অনেক বিদেশি খেলোয়াড় আছেন, তাঁদের কারণে অনেক বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাশার আল-আসাদের পতনের পর তুরস্কের সেনাবাহিনী তাদের প্রতিবেশী দেশে কী ভূমিকা পালন করবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন।
ইসরায়েলের নাজেল কমিশন সম্প্রতি তাদের মূল্যায়নে বলেছে, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সংঘাত খুবই বাস্তব। এই প্রতিবেদনের সূত্র ধরেই ইসরায়েলের নেতৃস্থানীয়দের অনেকে তাদের সরকারকে তুরস্কের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের স্বায়ত্তশাসিত এলাকাটি রোজাভা নামেও পরিচিত। আসাদের পতনের পর তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোয়ানের সামনে রোজাভা অঞ্চলটিতে মার্কিন পৃষ্ঠপোষকতা পাওয়া কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ তৈরি করে দিয়েছে।
- ট্যাগ:
- মতামত
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান