জাতীয় নির্বাচনের আগেই হোক স্থানীয় নির্বাচন
আমরা দুই ধরনের সরকারের সঙ্গে পরিচিত। একটি হলো স্থানীয় সরকার এবং অন্যটি হলো জাতীয় বা কেন্দ্রীয় সরকার। তবে সরকার বলতে আমরা দ্বিতীয়টিকেই বুঝি। সরকার মানেই ঢাকায় বসে কিছু লোক ছড়ি ঘোরান। তাঁদের দখলে আছে সচিবালয়, পার্লামেন্ট ও আদালত। সঙ্গে আছে জেলখানা, গোয়েন্দা, পুলিশ আর মিলিটারি।
স্থানীয় সরকার আছে তিন স্তরে—জেলা পর্যায়ে জেলা পরিষদ, উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ। ছোট শহরে আছে পৌরসভা। বড় শহরে আছে সিটি করপোরেশন। এগুলো নামেই সরকার। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরদার। আমাদের দেশে স্থানীয় সরকার পরিচালিত হয় কেন্দ্রীয় সরকারের নির্দেশে। বলা যায়, এটি সরকারের এক্সটেনশন, স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় সরকারের কাজকর্মের জোগালি। সরকারি কর্মকর্তারা চাইলেই স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিকে বরখাস্ত করতে পারেন।
- ট্যাগ:
- মতামত
- জাতীয় নির্বাচন
- স্থানীয় নির্বাচন