শীতকালে অগ্নিদুর্ঘটনা বেশি ঘটে থাকে। পানি গরম করতে গিয়ে, আগুন পোহাতে গিয়ে, গরম সেঁক দিতে গিয়ে বা ঘরে আগুন লেগে অনেকের ত্বক পুড়ে যায়। পোড়া হলো একধরনের ক্ষত। পোড়া ত্বকের ক্ষত সারানো অনেক সময় বেশ কঠিন হয়ে পড়ে। বিশেষ করে কতটা পুড়েছে, তার ধরন নির্ধারণ করে চিকিৎসা করা হয়।
পোড়ার কারণ
হঠাৎ গরম বস্তু, আগুন বা আগুনের শিখা, ফুটন্ত পানি, তেল বা অন্যান্য উষ্ণ তরল, কেমিক্যাল বা বিদ্যুতের সংস্পর্শে এলে ত্বক পুড়ে যেতে পারে।