প্রথম সেট শেষেই সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

প্রথম আলো প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:০০

অস্ট্রেলিয়ান ওপেনে আজ ছেলেদের এককের সেমিফাইনালে আলেক্সান্দার জভেরেভের মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচ। প্রথম সেটে ১ ঘণ্টা ২১ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭–৬ (৭/৫) গেমে হারেন জোকোভিচ। প্রথম সেটে লড়াইয়ের সময়ই বাঁ পায়ের সমস্যায় ভুগছিলেন ২৪ গ্র্যান্ড স্লামজয়ী সার্বিয়ান কিংবদন্তি। অবাক করা বিষয়, প্রথম সেটে হারের পরই ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন জোকোভিচ। এতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেলেন জার্মান তারকা জভেরেভ।


রড লেভার অ্যারেনায় ব্যাগ গুছিয়ে কোর্ট ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে হাত নাড়েন জোকোভিচ। কিন্তু দর্শকেরা তাঁকে দুয়ো দিয়েছেন তখন। এর জবাবে দুই হাতের বুড়ো আঙুল তুলে ইতিবাচক ভঙ্গি করেন জোকোভিচ। এই ঘটনার আগে কোর্টে থাকতে জোকোভিচ যখন নিজের সরে দাঁড়ানোর ইঙ্গিত করেন জভেরেভের প্রতি, তখন জার্মান তারকার চোখমুখ দেখেই বোঝা যাচ্ছিল ব্যাপারটা তাঁর বিশ্বাস হচ্ছে না। তবে কিংবদন্তির প্রতি ঠিকই সম্মান দেখিয়েছেন জভেরেভ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও কোর্টে দাঁড়িয়ে জোকোভিচকে সম্মান জানাতে ভোলেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও