মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সব রেকর্ড ছাড়িয়ে গেছে গত (২০২৪) নভেম্বরে। একমাসে এক লাখ ৫৬ হাজার ৭৮৭ কোটি টাকার লেনদেন হয়। মোবাইল ব্যাংকিং লেনদেনের মাসভিত্তিক এটাই প্রথম। হিসাব অনুযায়ী বাৎসরিক বিবেচনায় এ লেনদেন গত (২০২৩) সালের একই সময়ের তুলনায় ৩১ শতাংশ বেশি।
২০২৪ সালের মার্চে সর্বোচ্চ লেনদেন ছিল এক লাখ ৫৩ হাজার ৭৫৮ কোটি টাকা। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হলো সদ্যবিদায়ী বছরের নভেম্বরে। নভেম্বর মাসে এক লাখ ৫৬ হাজার ৭৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে। দৈনিক পাঁচ হাজার ২২৬ কোটি টাকা লেনদেন হয়েছে এ মাসে।