দুপুরে খুব মজা করে খেলেন, কিন্তু আলসেমির কারণে টিফিনবক্স বা লাঞ্চবক্স ধুঁলেন না। প্রায় নিয়মিত চলে এমন। বাসায় গিয়ে যখন বক্স খুলবেন তখন দেখবেন বাজে একটা গন্ধ ছড়াচ্ছে। দীর্ঘদিন ও নিয়মিত ব্যবহারের ফলে এক ধরনের ভ্যাপসা গন্ধও জমে যায় বক্সের ভেতরে।
এই অস্বস্তিকর গন্ধ দূর করার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নিন। যা করলে আপনার আলসেমির কারণে হওয়া গন্ধ উবে যাবে এবং খাবারও ভালো থাকবে অনেকক্ষণ।
টিফিনবক্স পরিষ্কার করার পর আলুর টুকরো ভালো করে ঘষে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর আরও এক বার ধুয়ে নিন। গন্ধ দূর হবে।