নির্বাচন নিয়ে কাছাকাছি ইসি-রাজনৈতিক দল!

দেশ রূপান্তর প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:০৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো যারা গত ১৪-১৫ বছর রাজপথে আন্দোলন করেছে, তারা চলতি বছরেই নির্বাচন চাইছে। তারা ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সরকারের দিক থেকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ করা না হলেও এ বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ আসছে ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীতে এক মতবিনিময় সভায় ব্যালটে ভোট করার কথাও বলেছেন তিনি।


এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো ও নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে অনেকটা কাছাকাছি এসেছে বলে মনে করছেন রাজনীতিবিদসহ অনেকে। এ বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘এটা শুভ লক্ষণ। সরকার ও কমিশন চাইলে নভেম্বর কিংবা ডিসেম্বরে নির্বাচন দিতে পারে। রাজনৈতিক দলগুলো এতে আপত্তি করবে না।’ তিনি আরও বলেন, ‘সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নিয়মিত যোগাযোগ থাকলে দূরত্ব তৈরি হয় না। দূরত্ব তৈরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও