পাকিস্তানে সব সময়ই ঘটনার ঘনঘটা। সেই হিসেবেও গত সপ্তাহটি ছিল উত্তেজনাপূর্ণ। ইমরানের পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) এবং পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ) পাশাপাশি দাঁড়িয়ে ভদ্রলোকের মতো ছবি তুলেছে। ইমরান খান ও তাঁর স্ত্রী একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। পিটিআইয়ের ব্যারিস্টার গওহার সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ হলো সেনাবাহিনী আর পিটিআইয়ের মধ্যে সংযোগের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি। আর সর্বশেষ কিন্তু গুরুত্বপূর্ণ, খাইবার পাখতুনখাওয়ার সংঘাতপূর্ণ জেলাগুলোয় কুররাম শান্তি চুক্তি শুরু হওয়ার আগেই ভেঙে পড়েছে।
তবে এত সব শিরোনামের ভিড়ে পেশোয়ারে অনুষ্ঠিত একটি বৈঠকের গুরুত্ব হারিয়ে গেলে ঠিক হবে না। বৈঠকটি ছিল সেনাপ্রধানের সঙ্গে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রায় সব প্রধান রাজনৈতিক দলের নেতাদের।
- ট্যাগ:
- মতামত
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান