ফুটবলের প্রথম বিলিয়ন ইউরো ক্লাব রেয়াল মাদ্রিদ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:০২

মাঠের ফুটবলে সাফল্য, সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া স্টেডিয়ামে দর্শকের জোয়ার, বিপণনে উৎকর্ষ, সবকিছুর যোগফল- এক বিলিয়ন ইউরো! ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে অনেক ট্রফি জয় করা ক্লাব এবার এক অনন্য নজির গড়ল অর্থের খেলায়। বিশ্বের প্রথম বিলিয়ন ইউরো ফুটবল ক্লাব রেয়াল মাদ্রিদ।


যুক্তরাজ্যভিত্তিক আর্থিক সংস্থা ডিলয়েটের ‘ফুটবল মানি লিগ’-এ ম্যানচেস্টার সিটিকে সরিয়ে আবার শীর্ষে ফিরেছে রেয়াল মাদ্রিদ। গড়েছে নতুন এক মাইলফলক। ২০২৩-২৪ মৌসুমে স্প্যানিশ ক্লাবটির আয় ১০৪ কোটি ইউরো।


এই প্রথম কোনো ফুটবল ক্লাব এক মৌসুমে এক বিলিয়ন ইউরো আয় করতে পারল।


আগের মৌসুমে (২০২২-২৩) রেয়ালের আয় ছিল ৮৩ কোটি ১০ লাখ ইউরো।


গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ তিনটি ট্রফি জয় করে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামের সংস্কারের পর শুরু হয়েছে এটির বহুমুখি ব্যবহার। ম্যাচের দিনের আয়ও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। সব মিলিয়েই আয়ের খেলায় এই সাফল্য পেয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও