You have reached your daily news limit

Please log in to continue


জার্মানির পার্কে ছুরি হামলায় নিহত ২, সন্দেহভাজন আফগান গ্রেপ্তার

জার্মানির বাভারিয়া রাজ্যের অ্যাসচাফেনবার্গ শহরের এক পার্কে ছুরি হামলার ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন, জানিয়েছেন বাভারিয়ার স্বাস্থ্যমন্ত্রী।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালের এ ঘটনার পর ২৮ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সে অভিবাসন প্রত্যাশী আফগান।

বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান জানান, সন্দেহভাজন ইচ্ছাকৃতভাবে রান্নাঘরের ছুরি নিয়ে স্থানীয় শোয়েন্টাল পার্কে থাকা কিন্ডারগার্টেনের একটি দলের ওপর হামলা চালায়। এতে পথচারী এক জার্মান (৪১) ও মরোক্কান বংশোদ্ভূত দুই বছর বয়সী এক বালক নিহত ও আরও তিনজন আহত হন। সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

বাভারিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুডিথ গ্যালাচ জানান, আহতদের মধ্যে দুই বছর বয়সী এক সিরীয় বালিকা, ৬১ বছর বয়সী এক ব্যক্তি ও একজন শিক্ষক রয়েছেন।

মন্ত্রী হারমান জানান, সন্দেহভাজনের সহিংস আচরণের ইতিহাস আছে। সে মানসিক রোগের চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছে। সে জানিয়েছিল, তার আশ্রয় প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে এবং সে ডিসেম্বরে স্বেচ্ছায় জার্মানি ছেড়ে যাবে, কিন্তু সে না গিয়ে চিকিৎসা চালিয়ে যেতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন