এই কারণে যে সম্পর্ক ভেঙে যেতে পারে, আপনি হয়তো কখনো ভাবেনইনি

প্রথম আলো প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪

অনুষ্ঠানে দর্শকদের ভেতর থেকে একজন নারী বলেন, ‘আমি বিয়ে করেছি ছয় বছর। আমার জীবনসঙ্গী একজন অসাধারণ মানুষ। আর আমিও অকৃতজ্ঞ নই। তবে আমার স্বামীকে সবকিছুই বলে দিতে হয়। মনে করুন আমি চাচ্ছি, সে আমাকে জড়িয়ে ধরুক, তাকে গিয়ে বলতে হয়। বেড়াতে যাব, তাকে বলতে হয়, “চলো, ঘুরে আসি।” সে নিজে থেকে কিছুই করে না। আমি চাই যে সে নিজে থেকেই বুঝে নিক। আচ্ছা, এটা কি খুব বেশি কিছু চাওয়া?’


এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানে উপস্থিত অতিথি জেমস সেক্সটন মজা করে উত্তর দেন, ‘মনে রাখবেন, আপনি একজন পুরুষকে বিয়ে করেছেন। আর আপনি যত কথা বলেন, তার মাত্র ২৫ শতাংশ আপনার স্বামী শোনেন। আর এর মাত্র ৫ শতাংশ তিনি বুঝে উঠতে পারেন। আর আপনি যেটা বলেন না, তার কিছুই তিনি শুনতে পারেন না। ফলে আপনি যা বলেন, আপনার স্বামী সেটাই করেন, এটা একটা দারুণ ব্যাপার। আপনি সৌভাগ্যবতী।’


তাহলে সত্যিটা আজ জেনে নিন। একটি কারণে নীরবে অনেক সম্পর্ক ভেঙে যায়। আর সেই কারণটি আপনি হয়তো ধারণাও করতে পারেননি। আর সেই কারণটি হলো, ‘ধারণা করা’ বা ‘ধরে নেওয়া’। ভারতীয় মেন্টাল হেলথ থেরাপিস্ট শৌর্য গালাওয়াতের ইনস্টাগ্রাম হ্যান্ডল অনুসারে জেনে নেওয়া যাক বিস্তারিত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও