বিপিএলে সন্দেহজনক কিছু দেখছে অনেক ফ্র্যাঞ্চাইজিও

প্রথম আলো প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ২০:১৬

সন্দেহ শুধু বাইরে নয়, ঘরেও। ঘরে মানে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোতে।


সাত ফ্র্যাঞ্চাইজির কয়েকটির মালিকপক্ষেরই সন্দেহ— টুর্নামেন্টে এখন পর্যন্ত হওয়া অনেক ম্যাচেই ঘটেছে অস্বাভাবিক ঘটনা, যেগুলোর সঙ্গে স্পট ফিক্সিংয়ের সম্পৃক্ততা থাকতে পারে।


সব ফ্র্যাঞ্চাইজিরই একই দাবি, তাদের খেলোয়াড়েরা উল্টাপাল্টা কিছু করছেন না। তবে ‘অন্য’ ফ্র্যাঞ্চাইজির ‘কিছু ক্রিকেটার’ তাঁদেরও সন্দেহের বাইরে নন।


চলমান একাদশ বিপিএলের সন্দেহজনক কিছু ঘটনা নিয়ে আজ প্রথম আলোতে ‘সন্দেহের বিপিএল: ৫ রানের ওয়াইড আর ওভারে ১১–১৫ রান’ শিরোনামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এবারের বিপিএলে ওয়াইড বাউন্ডারির আধিক্য এবং আরও কিছু অস্বাভাবিক প্রবণতার কারণে ক্রিকেট–সংশ্লিষ্ট অনেকের ধারণা, বিপিএলে ব্যাপক হারে স্পট ফিক্সিং হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও