চ্যাটজিপিটির জন্য নতুন এআই মডেল আসছে
প্রথম আলো
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১৭:২০
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয় চ্যাটবটটি। এবার চ্যাটবটটিকে কঠিন প্রশ্নের সঠিক তথ্য জানানোর সক্ষমতা যুক্ত করতে ‘ওথ্রি মিনি’ নামের নতুন এআই মডেল তৈরি করেছে ওপেনএআই।
এপিআই ও চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য নতুন মডেলটি শিগগিরই উন্মুক্ত করা হবে বলে খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।