শীতকালে দাঁতে শিরশির অনুভূতি হয় কেন

প্রথম আলো প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১৭:১৮

শীতকালে ঠান্ডা আবহাওয়ার প্রভাবে অনেকেই দাঁতের সংবেদনশীলতায় ভোগেন। ঠান্ডা বাতাসে বা ঠান্ডা পানীয় গ্রহণের সময় দাঁতে শিরশির অনুভূতি হতে পারে। এটি একটি সাধারণ সমস্যা হলেও দৈনন্দিন জীবনে অসুবিধার কারণ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক, শীতকালে দাঁতের সংবেদনশীলতার কারণ এবং প্রতিকারের উপায়:


কারণ


দাঁতের এনামেলের ক্ষয়: দাঁতের বাইরের প্রাকৃতিক স্তর (এনামেল) দুর্বল হয়ে গেলে সংবেদনশীলতা বাড়তে পারে।
মাড়ি ক্ষয়: মাড়ি সরে গেলে দাঁতের ভেতরের অংশ উন্মুক্ত হয়ে যায়, যা ঠান্ডার সংস্পর্শে এসে শিরশির অনুভব তৈরি করে।
ডেন্টিন বেরিয়ে আসা: দাঁতের মূল অংশে থাকা ডেন্টিন শীতল আবহাওয়ায় দ্রুত সংবেদনশীল হয়ে ওঠে।
দন্ত ক্ষয়: দাঁতের গর্ত বা ক্যাভিটি ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে শিরশির ভাব তৈরি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও