ঘর মোছাসহ সব কাজ করে দিচ্ছে কুকুর
প্রথম আলো
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১৬:৩২
ঘর মোছা, কাপড় কাচা, থালাবাটি ধোয়া, বিছানা গোছানো, ময়লা ফেলাসহ নিত্যদিন ঘরের কাজগুলো করতে কারই বা ভালো লাগে! মাঝেমধ্যে মনে হয়, কেউ যদি এসব কাজ করে দিত, তবে কতই না আরাম হতো! এমনটা ভাবতে ভাবতে মুঠোফোন ঘাঁটার সময় যদি হঠাৎ দেখেন, একটি কুকুর এসব কাজ করছে, তখন নিশ্চয়ই আপনার চোখ কপালে উঠে যাবে!
তবে আপনি যতই অবাক হন না কেন, প্রমিস কিন্তু রোজই এসব কাজ করে। প্রমিস, দুই বছর বয়সী একটি অস্ট্রেলিয়ান শেফার্ড। সম্প্রতি কুকুরটির ঘরের ছোটখাটো কাজ থেকে শুরু করে অন্য অনেক কাজ করার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল