মাঝ আকাশে চরম বিপদে ৭০-এর প্রবীণ, প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন ‘সুপার ওম্যান’
মাঝ আকাশে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন ৭০ বছরের এক প্রবীণ। উড়ানে কোনও চিকিৎসক বা নার্স ছিলেন না। ওই প্রবীণের স্বাস্থ্য নিয়ে যখন সকলে উদ্বিগ্ন, সেই সময়ে তাঁর প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন এক কেবিন ক্রু। তাঁর তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির জেরেই প্রাণে বাঁচেন ৭০ বছরের ওই প্রবীণ। আর সেই ‘সুপার ওম্যান’-এর কাহিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একটি হোটেল চেইনের সহ-প্রতিষ্ঠাতা সঞ্চিত মহাজন। তবে ওই কেবিন ক্রুর নাম জানতে পারেননি তিনি।
সঞ্চিতের কথায়, ‘সম্প্রতি উড়ান যাত্রায় এক ৭০ বছরের বৃদ্ধ হঠাৎ করে সংজ্ঞা হারান। উড়ানে কোনও চিকিৎসক বা নার্স না থাকায় তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন এক কেবিন ক্রু। ওই মহিলা প্রবীণকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেন। ঘাড়ে-পিঠে ম্যাসাজ করেন প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে। কিছুক্ষণ পরে ওই প্রবীণ সুস্থ হতে শুরু করেন।’ প্রবীণকে সুস্থ হতে দেখে চোখের কোণ জলে চিকচিক করে ওঠে ওই বিমান সেবিকার। আর তা নজর এড়ায়নি সঞ্চিতের।