৪ হাজার বাংলাদেশিসহ ৯০ হাজার কর্মী নেবে গ্রিস
কর্মী সংকট মেটাতে চলতি বছর ৮৯ হাজার ২৯০ জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ গ্রিস। এছাড়া আগের চুক্তি অনুযায়ী এবারও ৪ হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দেবে দেশটির সরকার।
তৃতীয় দেশ থেকে চলতি বছর উল্লিখিত সংখ্যক অভিবাসী কর্মী আনার অনুমতি দিয়ে একটি গেজেট পাস করেছে গ্রিক মন্ত্রীসভা।
অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, গ্রিসে পর্যটন ও নির্মাণ খাতসহ শ্রমবাজারের ঘাটতি মেটাতে মোট ৩ লাখ বিদেশি শ্রমিকের প্রয়োজন। দেশটিতে বর্তমানে ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতাকর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণ খাতে কারিগর- যেমন ওয়েল্ডার, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিমফিটার, গাড়িচালক, সাইট ইঞ্জিনিয়ার এবং ভারি যন্ত্রপাতি চালাতে পারে এমন অপারেটরসহ কর্মীর ঘাটতি রয়েছে।
তবে কর্মী সংকটে বেকায়দায় আছে কৃষিখাত। শ্রমিকের অভাব দীর্ঘদিন ধরেই মোকাবিলা করছে জমির মালিকরা।
এবারের গেজেট অনুযায়ী, মোট ৮৯ হাজার ২৯০ জনের মধ্যে অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাতা, মেশিন অপারেটর, কারখানার শ্রমিক ও অফিস কর্মচারীর মতো পদেই বেশিরভাগ কর্মী নেওয়া হবে। এর মধ্যে ৪৫ হাজার ৬৭০ জনকে মৌসুমি কাজ বা সিজনাল ভিসা দেওয়া হবে।