নেতৃত্বশূন্য সংগঠন, প্রশাসকে অস্বস্তি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১২:৪৫

দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সবখানে চেয়ার পরিবর্তনের ধারা চলছে তা থেকে বাদ পড়েনি ব্যবসায়ীদের এই সংগঠনটিও। রাজনৈতিক কারণে সদস্যদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে গত সেপ্টেম্বরে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগ নিয়োগ দেয় সরকার।


শুধু এফবিসিসিআই নয়, একে একে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বার, ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব, তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)-এ। বিষয়টি নিয়ে অস্বস্তি আছে ব্যবসায়ীদের মধ্যে। তারা বলছেন, ব্যবসায়ী সংগঠন পরিচালনার দায়িত্ব ব্যবসায়ীদের হাতেই থাকা উচিত। কারণ ব্যবসায়ীর স্বার্থ ব্যবসায়ীরাই ভালো বুঝবে।


একের পর এক নির্বাচিত কার্যনির্বাহী পরিষদগুলো বিলুপ্ত ঘোষণা করায় পুরো ব্যবসায়িক খাত কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এসব ব্যবসায়িক সংগঠনে যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের দায়িত্ব সীমিত রাখা হয়েছে কেবল রুটিন কাজ চালানোর মধ্যেই। তাদের মূল কাজ হলো সংগঠনের পরবর্তী নেতৃত্ব নির্ধারণে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কিন্তু চলমান অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে খাত সংশ্লিষ্ট নানা সমস্যা সমাধানে এ প্রশাসকদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও