You have reached your daily news limit

Please log in to continue


হাথুরুসিংহের কোচিংয়ে আত্মবিশ্বাস কমে গিয়েছিল আফিফের

চান্দিকা হাথুরুসিংহে কোচ থাকার সময় তার সঙ্গে আফিফ হোসেনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। অসমর্থিত সূত্র থেকে সংবাদমাধ্যমে খবরও এসেছিল কিছু। এবার তা খোলাসা করলেন আফিফ নিজেই। শ্রীলঙ্কান ওই কোচের সঙ্গে কাজ করার সময় আত্মবিশ্বাস নড়ে গিয়েছিল বলে দাবি এই ব্যাটসম্যানের।

বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ৩৪ ওয়ানডে ও ৭০ টি-টোয়েন্টি খেলেছেন আফিফ। নিজেকে মেলে ধরার জন্য ও দলে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যথেষ্ট সুযোগ তিনি পেয়েছেন বলা যায়। তবে তার পারফরম্যান্স একদমই সাদামাটা। দুই সংস্করণেই দারুণ কয়েকটি ইনিংস তিনি খেলেছেন। তবে ধারাবাহিক হতে পারেননি কখনোই। দলে আসা-যাওয়ার পর্বই চলেছে ক্যারিয়ারের বেশির ভাগ সময়ে।

আফিফ অবশ্য একটি অভিযোগ করতে পারেন, নিজের পছন্দের পজিশনে বা ওপরের দিকে ব্যাট করার সুযোগ তিনি পেয়েছেন সামান্যই। ওয়ানডেতে চারে ব্যাট করেছেন স্রেফ একবার আর পাঁচে পাঁচবার। ছয় নম্বরে তিনবার ব্যাট করেছেন। এর মধ্যে একটিতে করেছেন ৮১ বলে অপরাজি ৮৫, আরেকটি ৪১। তার পরও এখানে আর বেশি সুযোগ পাননি। সাত ও আট নম্বর মিলিয়ে খেলেছন ২১ ইনিংস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন