হাত-পায়ের যে কোনো নখেই সাদা দাগ পড়তে দেখা যায়। যদিও এই দাগগুলো ধীরে ধীরে নিজ থেকেই উধাও হয়ে যায়। আবার কারো নখে দীর্ঘদিন থাকে সাদা দাগ।
এছাড়া যদি প্রতিটি নখেই এমন দাগ দেখেন তাহলে তা হতে পারে বিপজ্জনক। কারণ কিছু রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে নখের সাদা দাগ।