পারিশ্রমিক না পেয়ে এবার বিসিবির কাছে বিদেশি ক্রিকেটারের নালিশ
বিপিএলের একেকটা নতুন আসর আসে একগাঁদা আশা-আকাঙ্ক্ষার বুলি উড়িয়ে। যা হতাশায় রূপ নিতে খুব বেশি সময় লাগে না। চলমান বিপিএল শুরুর আগেও বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার মতো আয়োজনের স্বপ্ন দেখিয়েছেন বিসিবি কর্মকর্তারা। কিন্তু প্রতিবারের মতোই এবারও সেই পারিশ্রমিক বিতর্ক। কম-বেশি প্রায় সব ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অভিযোগ থাকলেও তাতে এককাঠি এগিয়ে ‘দুর্বার রাজশাহী’। এবার বিষয়টি নিয়ে এক বিদেশি ক্রিকেটারের কাছ থেকেই সরাসরি অভিযোগ এলো।
পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল রাজশাহী। যারা চলমান একাদশ বিপিএলে নবাগত দল। পারিশ্রমিক না দেওয়ায় কিছুদিন আগে অনুশীলন বর্জন করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। পরে দলের পক্ষ থেকে তা সমাধান করার ঘোষণা দিলেও, এখনও প্রাপ্য টাকা পাননি বলেই অভিযোগ রয়েছে। তেমনই একজন দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন। পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ নিয়ে তিনি বিসিবির দ্বারস্থ হয়েছেন।