চ্যাম্পিয়নস লিগে নামার আগে রিয়ালের দুঃসংবাদ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১৬:৫৩
কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদ জিতেছে অসংখ্য শিরোপা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—কী পায়নি রিয়াল! এবার ক্লাবটি পেয়েছে এক দুঃসংবাদ। কোচ আনচেলত্তির রিয়াল ছাড়ার কথা শোনা যাচ্ছে।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তির। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম অনডা সেরোর এক প্রতিবেদনে জানা গেছে, মেয়াদ শেষের আগেই ক্লাব ছাড়তে যাচ্ছেন ইতালিয়ান এই কিংবদন্তি। আনচেলত্তির সঙ্গে রিয়ালের সম্পর্ক ২০২৪-২৫ মৌসুম শেষেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন সময়ে খবরটা এল, যখন লস ব্লাঙ্কোসরা চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি নিচ্ছে। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামীকাল গ্রুপ পর্বের ম্যাচে রিয়াল খেলবে সালসবুর্গের বিপক্ষে। বাংলাদেশ সময় আগামীকাল রাত ২টায় শুরু হবে রিয়াল-সালসবুর্গ ম্যাচ।
- ট্যাগ:
- খেলা
- রিয়াল মাদ্রিদ
- চ্যাম্পিয়নস লিগ
- দুঃসংবাদ