বায়দূষণ মোকাবিলায় এয়ার পিউরিফায়ারে আমদানি শুল্ক কমাল এনবিআর
দেশ রূপান্তর
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১১:২৯
সম্প্রতি কিছু নিত্যপণ্য ও খাবারে ভ্যাট বৃদ্ধি হলেও এবার এয়ার পিউরিফায়ার বা বাতাস বিশুদ্ধকরণ যন্ত্রের আমদানি শুল্ক কমানো হয়েছে। এয়ার পিউরিফায়ার আমদানির ওপর শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে এনবিআর। অর্থাৎ যন্ত্রটি আমদানিতে শুল্কহার ১৫ শতাংশ কমেছে।
গতকাল সোমবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূলত পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।