বাধ্য হয়ে এক যুগ পর রঞ্জি খেলবেন বিরাট কোহলি

দেশ রূপান্তর প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১১:২৭

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিরাট কোহলিদের জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, যার একটি হলো ঘরোয়া ক্রিকেটে খেলা। এ কারণে বাধ্য হয়েই এক যুগ পর রঞ্জি ট্রফিতে ফিরতে যাচ্ছেন বিরাট কোহলি।


ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে,আগামী ৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে কোহলিকে দেখা যাবে। এর আগে ২৩ জানুয়ারি দিল্লির বিপক্ষে ম্যাচ দিয়ে রঞ্জিতে ফিরবেন রিশাভ পান্ত আর রবীন্দ্র জাদেজা। ঘাড়ের ব্যথার কারণে কোহলি এই ম্যাচে খেলতে পারবেন না। অস্ট্রেলিয়া সিরিজ শেষে গত ৮ জানুয়ারি তাকে ইনজেকশনও নিতে হয়েছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও