২০২৪ সালে বন্ধ হয়েছে গুগলের সাত পণ্য

বণিক বার্তা প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১০:২১

টেক জায়ান্ট গুগলের পণ্য মানুষের জীবনযাত্রা এমনকি কাজের ধরন বদলে দিয়েছে। গেম-চেঞ্জিং সার্চ অ্যালগরিদম থেকে শুরু করে অ্যান্ড্রয়েড কিংবা ক্রোমের মতো অ্যাপ্লিকেশন এক্ষেত্রে যুগান্তকরী ভূমিকা পালন করেছে। তবে কখনো কখনো নিজেদের কিছু পণ্য বাজার থেকে তুলেও নিয়েছে গুগল। এমন পণ্যের তালিকায় জনপ্রিয়তা পাওয়া টুলও স্থান পেয়েছে। কোম্পানিটি গত বছর মোট সাতটি পণ্য বন্ধ বা বাতিল করেছে। প্রধানত কৌশলগত পুনর্গঠন, ব্যবহারকারীর আগ্রহের ঘাটতি বা ভোক্তাদের অগ্রাধিকার পরিবর্তন এমন পদক্ষেপের কারণ।


কিন


গুগলের সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম কিন ২০২০ সালে এরিয়া১২০ প্রকল্পের অধীনে চালু হয়েছিল। এটি পিন্টারেস্টের মতো একটি ভিজুয়াল ডিসকভারি প্লাটফর্ম ছিল, যা ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ে ভার্চুয়াল আইডিয়া বোর্ড তৈরি ও শেয়ার করার সুবিধা দিত। তবে ২০২১ সালের পর এর তেমন হালনাগাদ হয়নি। গত বছর মার্চে গুগল এটিকে বন্ধ করে দেয়। জানা গেছে, পিন্টারেস্টের মতো জনপ্রিয় প্লাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারায় এটি বন্ধ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও