You have reached your daily news limit

Please log in to continue


মঙ্গল গ্রহ থেকে সংগ্রহ করা নমুনা পৃথিবীতে আনা হবে কীভাবে

মঙ্গল গ্রহে থাকা শিলা পাথরসহ বিভিন্ন নমুনা বিশ্লেষণ করে গ্রহটির অতীত সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর তাই দীর্ঘদিন ধরে নাসার পারসিভারেন্স রোভার মঙ্গল গ্রহে বিভিন্ন অনুসন্ধান চালানোর পাশাপাশি শিলা পাথরসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করছে। নমুনাগুলো বর্তমানে বিশেষায়িত নলাকার টিউবসহ রোভারের মধ্যে সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু মঙ্গল গ্রহ থেকে সংগ্রহ করা নমুনাগুলো পৃথিবীতে আনতে গিয়ে বিপাকে পড়েছেন নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির বিজ্ঞানীরা।

মঙ্গল গ্রহ থেকে সংগ্রহ করা শিলা পাথরসহ বিভিন্ন নমুনা ২০৩০ সালের মধ্যে পৃথিবীতে আনা বেশ ব্যয়বহুল হবে বলে ধারণা করা হচ্ছে। আর তাই বিকল্প পরিকল্পনা প্রণয়নে কাজ শুরু করেছে নাসা। এরই মধ্যে ১১টি প্রস্তাব জমা পড়েছে, যার মধ্যে দুটি প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এসব প্রস্তাবে মহাকাশযানের সঙ্গে স্কাই ক্রেন সিস্টেম ব্যবহার করে রোভারকে তারের মাধ্যমে যুক্ত করা বা উন্নত ল্যান্ডিং সিস্টেম তৈরি করে শিলা পাথরসহ বিভিন্ন নমুনা সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন