এক দিন আমার এই চাবি দরকার হবে...
যুদ্ধবিরতি বিষয়ে এই লেখা লেখার জন্য বেঁচে থাকব, এ কথা আমি ভাবিনি।
২০১৩ সালের ১৩ অক্টোবর গাজা শহরে আমার বাড়ি থেকে উৎখাত হলাম। অল্প কয়েকটা জিনিস সঙ্গে নিয়ে যেতে পেরেছিলাম। তার মধ্যে ছিল আমার ল্যাপটপ। জানতাম, এটা দিয়ে অজস্র গণহত্যার দলিল আমি লিখব। তবে তা কাউকে দেওয়ার জন্য আমি বেঁচে থাকব কি না, তা জানতাম না।
তবে, আমি এখনো বেঁচে আছি। আমার মতো সাংবাদিকদের বারবার মনে হয়েছে, ইসরায়েলিরা যেন বিশেষ করে আমাদের মৃত্যু নিশ্চিত করতে চাইছে।
কিন্তু এই টিকে থাকার জন্য মূল্য দিতে হয়েছে। সারা জীবনের জন্য আমার কাছে জীবন আর মৃত্যুর অর্থ পালটে গেছে।