ট্রেনে কমেছে মালামাল পরিবহন, ময়মনসিংহ রেলস্টেশনে কুলিদের দুর্দিন

প্রথম আলো প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ১০:০৭

রেলস্টেশনে লাল পোশাক পরা ব্যক্তিদের আলাদা করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ, লাল পোশাক পরা এসব ব্যক্তিই ট্রেনে আসা মালামাল ওঠানামা করেন। আজ সোমবার সকাল থেকে দুপুর ১২টা নাগাদ কোনো মালামাল ওঠানামা করাতে পারেননি মো. আজহার মিয়া (৫৬) নামের এক কুলি। কাঁধে গামছা, হাঁটছেন প্ল্যাটফর্ম–জুড়ে। জামাটিও বিভিন্ন স্থানে ছিঁড়ে গেছে। প্ল্যাটফর্মের পদচারী–সেতুতে দাঁড়িয়ে দেখেন পুরো স্টেশন। কুলিদের জীবন-জীবিকায় দুর্দিনের চিত্র আজহার মিয়ার শরীরেই ভেসে ওঠে।


দুই দশক আগেও ট্রেন এলে মালামাল ওঠানামায় ব্যস্ত সময় পার করতেন আজহারের মতো অন্তত ৬০ জন কুলি। কিন্তু এখন তা অতীত। ট্রেন ও রেলপথে মালামাল পরিবহন কমতে থাকায় কুলিরাও পেশা বদল করছেন।


অন্তত ৩০ বছর ধরে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে কুলির কাজ করছেন মো. আজহার মিয়া। তাঁর বাড়ি নগরের কালীবাড়ি গুদারাঘাট এলাকায়। আগে চট্টগ্রামে সবজি বিক্রি করতেন। স্ত্রী, এক ছেলে ও মেয়েকে নিয়ে সংসার ছিল। মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে সজীব মিয়া ভাঙারির ব্যবসা করে, স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকেন। সংসারের ঝামেলার কারণে ময়মনসিংহে এসে কুলির কাজ শুরু করেন আজহার মিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও