নমুনা পরীক্ষার ছাড়পত্রের অপেক্ষায় বন্দরে আটকে থাকে পণ্যের চালান
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চট্টগ্রাম বন্দর দিয়ে ১১ জানুয়ারি ৩০ কনটেইনার চিনির একটি চালান আমদানি করে। প্রয়োজনীয় আমদানি দলিল হাতে পাওয়ার পর চালানটি খালাসের প্রক্রিয়া শুরু করে প্রতিষ্ঠানটি। এ জন্য প্রথমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ছাড়পত্র নেওয়ার জন্য ১৪ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়া হয়। একই দিনে পণ্যের নমুনা উত্তোলন করা হয়। পরদিন নমুনা জমা দেওয়া হয় বিএসটিআইয়ের চট্টগ্রামের কার্যালয়ে। এই নমুনা পরীক্ষার সনদ বা ছাড়পত্র মিলবে আগামীকাল বুধবার। অর্থাৎ নমুনা উত্তোলন থেকে ছাড়পত্র পাওয়া পর্যন্ত ৯ দিন বাড়তি সময় লাগছে।
চট্টগ্রাম বন্দরে চার দিন পর্যন্ত বিনা ভাড়ায় পণ্য রাখা যায়। পঞ্চম দিন থেকে ২০ ফুট লম্বা কনটেইনারের জন্য ছয় ডলার করে মাশুল দিতে হয়। তাতে সব মিলিয়ে আকিজের এই চালানে ১ হাজার ৪৪০ ডলার বা ১ লাখ ৭২ হাজার ৮০০ টাকা বাড়তি মাশুল গুনতে হবে। এর বাইরে শিপিং কোম্পানিও কনটেইনার অতিরিক্ত সময় রাখার জন্য বাড়তি ভাড়া নেবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- পণ্যের চালান