উপনিবেশ আমলের মতো আজও শোষণ করে সম্পদের পাহাড় গড়ছেন পশ্চিমের ধনীরা: অক্সফাম
প্রথম আলো
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪
পশ্চিমা বিশ্বের ধনী দেশগুলোর বিশেষ করে ইউরোপের ধনীদের একটি বড় অংশ উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হয়েছেন। তাঁদের সে সম্পদের একটি বড় অংশ এসেছে ঔপনিবেশিক আমলে। উপনিবেশ আমলে আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণের দেশগুলো থেকে বিপুল পরিমাণ সম্পদ পশ্চিমা দেশগুলোর ধনীদের হতে চলে গেছে। একইভাবে আজও এভাবে সম্পদের শোষণ চলছে।
আজ সোমবার প্রকাশিত অক্সফামের এক প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে তরতরিয়ে বাড়ছে ধনকুবেরদের সম্পদ। শুধু ২০২৪ সালেই বিশ্বে তাঁদের সম্পদের মোট পরিমাণ দুই লাখ কোটি মার্কিন ডলার বেড়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে তাঁদের সম্পদ বেড়েছে ৫৭০ কোটি ডলার করে।
গত বছর শতকোটিপতিদের সম্পদের পরিমাণ তার আগের বছরের তুলনায় তিন গুণ দ্রুত হারে বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক অক্সফাম; বেড়েছে শতকোটিপতির সংখ্যাও।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ধনী দেশ
- সম্পদের পাহাড়