পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনীতির হারিয়ে যাওয়া এক অধ্যায়
বাংলাদেশের কূটনীতি পুরোনো দিনের দেয়ালঘড়ির লম্বা দোলকের মতো। ডানে-বাঁয়ে দুলতে থাকে সেটা। গত দেড় দশক সেটা দুলে একদিকে হেলে পড়ে ছিল। এখন হয়তো অন্যদিকে চলার পালা। বিগত সময়ে অনেক দেশের সঙ্গে সম্পর্ক অস্বাভাবিক ‘ভালো’ ছিল, অনেকের সঙ্গে অস্বাভাবিকভাবে খারাপ গেছে। এখন আবার ‘অস্বাভাবিক’ অধ্যায় সংশোধনের কথা হচ্ছে। ঠিক এ সময়ই পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের হারিয়ে যাওয়া যোগাযোগগুলোর খোঁজ পড়েছে। দুই দেশের কূটনীতিবিদ ও রাজনীতিবিদদের মধ্যে কথাবার্তার চল বেড়েছে আবার।
২০২৪–এ বাংলাদেশ-পাকিস্তান পারস্পরিক স্বীকৃতির ৫০ বছর হলো। ফলে মুহূর্তটা বেশ উদ্যাপনের মতো। এ রকম একটা ‘শুভক্ষণে’ নতুন করে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টার সময় স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দায়দেনার পুরোনো স্পর্শকাতর প্রসঙ্গটার ফয়সালা হবে কি না। দুই দেশের সম্পর্কের বেশ গোড়ার একটা অমীমাংসিত বিষয় সেটা।