প্যানক্রিয়াস পাথরের সার্জারি চিকিৎসা
দেশ রূপান্তর
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ১০:০৩
প্যানক্রিয়াস এনজাইম ও হরমোন তৈরি করে। এটি স্পঞ্জের মতো নরম, ওজন মাত্র ৭৫ গ্রাম। পেটের পেছনে মেরুদ-ের সামনে আড়াআড়িভাবে অবস্থিত। তিন প্রকারের এনজাইম তৈরি হয় কার্বোহাইড্রেট বা শর্করা খাবারের জন্য অ্যামাইলেজ, প্রোটিন খাবারের জন্য ট্রিপসিনও কাইমোট্রিপসিন, ফ্যাট খাবারের জন্য লাইপেজ। দুই প্রকারের হরমোন তৈরি হয়। যা ইনসুলিন ও গ্লুকাগন। ইনসুলিন রক্তে সুগারের মাত্রা কমায়, গ্লুকাগন রক্তে সুগারের মাত্রা বাড়ায়।
প্যানক্রিয়া : অনেক প্রকার রোগে আক্রান্ত হতে পারে । যেমন : ইনফেকশন, পাথর ও ক্যানসার।