এ বছরের ফ্যাশন ট্রেন্ড
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ১০:০২
ফ্যাশনের ধারণা কখনো এক জায়গায় আটকে থাকে না। প্রায় প্রতিবছর এর ভিন্নতা চোখে পড়ে। এতে শুধু যে নতুনত্ব যোগ হয়, তা কিন্তু নয়। অনেক সময় পুরোনো হারিয়ে যাওয়া ফ্যাশনও ফিরে আসে। এসব জটিলতার মিশেলে নতুন বছরের ফ্যাশন কেমন হবে? ডিজাইনারদের সঙ্গে কথা বলে সেটাই বোঝার চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে কথা হয়েছিল রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস এবং সারা লাইফস্টাইলের হেড অব ডিজাইন শামীম রহমানের সঙ্গে। দুজনেই নিজ নিজ অভিজ্ঞতা থেকে জানিয়েছেন এ বছরের সম্ভাব্য ফ্যাশন ট্রেন্ডের কথা।
সৌমিক দাস বলেছেন, ‘নতুন বছরে ফ্যাশন ট্রেন্ড তরুণ-তরুণীদের পছন্দ এবং চলমান সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের ওপর ভিত্তি করে গড়ে উঠছে। তরুণ প্রজন্মের ফ্যাশন-সচেতনতা এবং ব্যক্তিত্ব প্রকাশের প্রবণতা ফ্যাশন ট্রেন্ডের মূল চালিকা শক্তি।’
- ট্যাগ:
- লাইফ
- ফ্যাশন
- ফ্যাশন ট্রেন্ড