ভারতে চিনি উৎপাদন কমার পূর্বাভাস
bonikbarta.com
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৫০
ভারতে বেশির ভাগ চিনির মিল বর্তমানে চালু রয়েছে। এর পরও দেশটিতে আখ মাড়াই ও চিনি উৎপাদন আগের মৌসুমের তুলনায় কমে যেতে পারে। সম্প্রতি দেশটির ন্যাশনাল ফেডারেশন অব কো-অপারেটিভ সুগার ফ্যাক্টরিস লিমিটেড (এনএফসিএসএফ) এ পূর্বাভাস দিয়েছে। খবর চিনি মান্ডি।
উল্লেখ্য, এনএফসিএসএফ হলো চিনির মিলগুলোর প্রতিনিধিত্ব ও সহায়তাকারী একটি সংগঠন। এটি চিনির মিলগুলোর উন্নয়ন, সহায়তা প্রদান ও এ খাতের উন্নতি সাধনে কাজ করে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- চিনি উৎপাদন