বিপিএলে গতকাল রাতে এনামুল হক যখন সেঞ্চুরির জন্য ১ রানের অপেক্ষায়, তার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দুর্বার রাজশাহীর হার। ম্যাচের শেষ বলে সেঞ্চুরি পূরণ করেও তাই অতৃপ্তি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রাজশাহী অধিনায়ককে। শেষ ওভারে ১৭ রানের সমীকরণ মেলাতে না পারার কষ্ট থাকলেও এমানুলের দুর্বার ইনিংসটাকে খাটো করে দেখার সুযোগ নেই।
৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকার পথে এনামুল শট খেলেছেন উইকেটের চারপাশে। ম্যাচ শেষে নিজের ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটিং নিয়ে কথাও বলেছেন এই ব্যাটসম্যান। একই সময় তাঁর কণ্ঠে শোনা গেছে বাংলাদেশি ক্রিকেটারদের বাইরের লিগে খুব বেশি খেলতে না পারার আক্ষেপের কথাও।