আমাদের সংকট আসলে কোথায়
খোলা চোখে কয়েকটি বিষয় দেখা যাক।
আওয়ামী লীগ সরকার হয়ে উঠেছিল স্বৈরাচারী সরকার। সেই সরকারকে হটিয়ে দিতে ঐক্যবদ্ধ হয়েছিল ছাত্ররা। সেই আন্দোলনে ঢুকে পড়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। একসময় প্রকাশ পেল, এই আন্দোলন আসলে অনেক ধরনের দলের সম্মিলিত কিংবা বিচ্ছিন্ন প্রয়াসের সমষ্টি।
তবে সব শ্রেণি-পেশার মানুষ স্বপ্ন দেখেছিল একটি মুক্ত সমাজের, যে সমাজে বাক্স্বাধীনতা থাকবে, সংবাদমাধ্যমের স্বাধীনতা থাকবে, বিচার বিভাগ স্বাধীনতা ভোগ করবে, নাগরিক অধিকার ক্ষুণ্ন হবে না। সেই ব্রিটিশ আমল কিংবা তারও আগে থেকে চলতে থাকা আমাদের ‘উন্নয়নের সঙ্গী’ ঘুষ-দুর্নীতিও বিদায় নেবে। নিশ্চয়ই দেশের নাগরিকেরা আশা করেছিল, চাঁদাবাজি, দখলদারি বন্ধ হবে। সেই সংস্কারগুলো হবে দেশে, যে সংস্কারের ফলে জনমনে স্বস্তি ফিরে আসবে।
- ট্যাগ:
- মতামত
- সংকট
- স্বৈরাচারী
- স্বৈরাচারী সরকার