রূপপুর চালুর জন্য রিজার্ভ রাখতে হবে ১৯শ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র

বণিক বার্তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:২৮

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চলতি বছরের এপ্রিলে জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। তার জন্য বিকল্প হিসেবে অন্তত ১ হাজার ৯০৭ মেগাওয়াট সক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত রাখার সুপারিশ করা হয়েছে রাশিয়ান পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কোনো কারণে রূপপুরে বিঘ্ন ঘটলে বিকল্প কেন্দ্র থেকে যেন সরবরাহ নিশ্চিত করা যায় সেজন্যই এ পরামর্শ দেয়া হয়েছে। সেক্ষেত্রে চলতি বছর সেচ, রমজান ও গ্রীষ্ম মৌসুমে গ্যাসভিত্তিক অন্তত আট হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে তীব্র লোডশেডিং হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।


বিদ্যুৎ বিভাগের উপসচিব (উন্নয়ন-১) মোহাম্মদ সোলায়মানের সই করা এক চিঠি ১৪ জানুয়ারি জ্বালানি বিভাগে পাঠানো হয়েছে। তাতে রাশিয়ান প্রতিষ্ঠান এসটিসি ইউপিএর (সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল সেন্টার অব ইউনিফায়েড পাওয়ার সিস্টেম) পরামর্শের বিষয় তুলে ধরা হয়। চিঠিতে বলা হয়, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডে প্রতিস্থাপনের (সিনক্রোনাইজেশন) জন্য অতিরিক্ত ১ হাজার ৯০৭ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র রিজার্ভ রাখার জন্য বলেছে এসটিসি ইউপিএ। এর মধ্যে গ্রিডের প্রাথমিক ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্য ১ হাজার ২০০ মেগাওয়াট এবং দ্বিতীয় ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের জন্য ৭০৭ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রকে বিকল্প হিসেবে রাখার পরামর্শ দেয়া হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও