৩ জিম্মিকে মুক্তি দিল হামাস, যুদ্ধবিরতিতে বাড়ি ফিরছে ফিলিস্তিনিরা
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস তিন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশের পর এবার তাদেরকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীও জিম্মিদের মুক্তি পাওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছে।
ওদিকে, রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই গাজার হাজার হাজার গৃহহীন বাসিন্দা বাড়িতে ফিরতে শুরু করেছে। এমনটিই দেখা গেছে গণমাধ্যমে আসা ছবিতে। লাইন ধরে বাড়ির পথে হাঁটতে দেখা যায় হাজার হাজার ফিলিস্তিনিকে। কেউ আবার গাড়ির কনভয়ে চড়ে বাড়ির পথে ফিরছেন।
এর আগে হামাস তিনজন ইসরায়েলি জিম্মির তালিকা প্রকাশের পরই রোববার সকাল ১১ টায় যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
হামাস জানায়, বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে তারা রোববার রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন শ্তানবার খায়েরকে (৩১) মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যুদ্ধবিরতি