You have reached your daily news limit

Please log in to continue


পানির ১৬৩ ফুট নিচে ফটোশ্যুট করলেন তরুণী

আপনার আশপাশে এমন অনেককেই পাবেন যারা ছবি তুলতে ভীষণ পছন্দ করেন। যেখানেই যান সুন্দর মুহূর্ত, দৃশ্যের সঙ্গে নিজেদের ছবি তুলে রাখেন। তাই বলে পানির নিচে ফটোশ্যুট? ভাবতেই দম বন্ধ হয়ে আসছে নিশ্চয়ই। জেনে আরও অবাক হবেন পানির ১৬৩.৩৮ ফুট (৪৯.৮০ মিটার) নিচে এই ফটোশুটটি করেছেন তিনি।

সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে মডেল সিয়ারা আন্তোস্কি। তবে শুধু সিয়ারা আন্তোস্কি নয়, একসঙ্গে তার ফটোগ্রাফার স্টিভেন হেইনিং এই রেকর্ড অর্জন করেন। এর আগেও তারা দুজনে ২০২১ এবং ২০২৩ সালে পানির গভীরে ফটোশ্যুট করে বিশ্বরেকর্ড করেছিলেন।

এবার নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছেন পানির আরও বেশি গভীরে গিয়ে ফটোশ্যুট করে। তবে এই কাজ মোটেই সহজ ছিল না তাদের জন্য। যদিও দীর্ঘদিন ধরে তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং সঙ্গে ছিল প্রশিক্ষিত রেসকিউ দল। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বোকা রাটনে হাইড্রো আটলান্টিক জাহাজের ধ্বংসাবশেষের ডেকে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন