সব সময় বুক ধড়ফড় করা কঠিন রোগের লক্ষণ নয় তো?
অনেকেই বুক ধড়ফড়ের সমস্যায় ভোগেন। কখনো কখনো অতিরিক্ত পরিশ্রমের কারণ এমনটি ঘটে, আবার কারও ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করেই এ সমস্যা হচ্ছে। দেখা যায়, সুস্থ শরীরে কাজ করছেন হঠাৎ করেই বুকের বাম পাশে চিনচিনে ব্যথা শুরু হল।
তারপর মনে হচ্ছে, বুক ধড়ফড় করছে। একই সঙ্গে সারা শরীরে অস্বস্তি, বিন্দু বিন্দু ঘাম। এসব লক্ষণ যদি লাগাতার দেখা দিতে থাকে, তাহলে চিন্তার কারণ আছে।
পূর্ণবয়স্ক মানুষের হৃৎস্পন্দনের হার স্বাভাবিক অবস্থায় প্রতি মিনিটে ৭২ বার। তবে ব্যক্তিভেদে সামান্য কমবেশি হতে পারে। হার্টের সঙ্কোচন-প্রসারণের সময় ও ছন্দের হেরফের স্বাভাবিক ঘটনা। তবে তার একটা মাত্রা আছে, সেটা কম-বেশি হলে চিকিৎসার প্রয়োজন।
এই বিষয়ে বিশেষজ্ঞদের মত হলো, হৃৎদযন্ত্রের সঙ্কোচন-প্রসারণ যদি ঠিকমতো না হয়, তাহলে অক্সিজেনসমৃদ্ধ রক্ত বিভিন্ন অঙ্গে পৌঁছাতে পারে না। তখনই সমস্যা দেখা দেয়। হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে গেলে তাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয়, ‘কার্ডিয়াক অ্যারিদমিয়া’।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- রোগের লক্ষণ
- হৃদস্পন্দন