মুদ্রানীতিতে নীতি সুদহার বাড়লে যা হবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৪৩

দেশে দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এটি ভোগাচ্ছে সব শ্রেণি-পেশার মানুষকে। নানান পদক্ষেপের সঙ্গে সুদহার বাড়িয়েও তা নিয়ন্ত্রণ করা যায়নি। এরই মধ্যে নীতি সুদহার (রেপো সুদ) আরেক দফা বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে আসতে পারে এ ঘোষণা।


এদিকে বর্তমান পরিস্থিতিতে সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় বলে মত উদ্যোক্তাদের। আর সুদহার বাড়িয়ে বিনিয়োগ চাইলে ব্যবসায়ীদের ওপর এর প্রভাব কিছুটা হলেও পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।


অন্যদিকে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির কারণে সারাদেশের ক্ষুদ্র উদ্যোগ বড় রকমের চাপের মধ্যে পড়েছে। দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী এখন হতাশ। তারা তাদের হতাশা প্রকাশ করেছেন। সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করেন তারা, সামনের দিন আবার ঘুরে দাঁড়াতে পারবেন কি না এটা নিয়েও দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছেন। এসব ব্যবসার সঙ্গে নির্ভরশীল পরিবারগুলোও বড় রকমের ঝুঁকির মধ্যে পড়েছে। হতাশা রয়েছে মাঝারিসহ অন্য উদ্যোক্তাদের মধ্যেও।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও