শিশুদের রক্তনালির রোগ এইচএসপি
হেনোক সোলেন পারপুরা (এইচএসপি) রক্তনালির একটি রোগ। এ রোগে ছোট ছোট রক্তনালি বা ক্যাপিলারিতে প্রদাহ হয়। প্রদাহের ফলে ত্বকের নিচে রক্তনালি থেকে রক্তক্ষরণ হয়ে শরীরে লাল বা বেগুনি রঙের ছোট ছোট দানা তৈরি হয়, যাকে পারপুরা বলা হয়। এটা একধরনের বিরল রোগ। রোগটি ৫–১৫ বছর বয়সী শিশুদের দেখা যায়। এ রোগে ছেলেশিশুরা বেশি আক্রান্ত হয়। সাধারণত শীতে বেশি দেখা গেলেও কখনো বসন্তকালেও দেখা যায়।
কারণ
রোগটির কারণ অজানা। তবে সংক্রামক জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাসের কারণে এ রোগের সূত্রপাত ঘটে বলে মনে করা হয়। তা ছাড়া বিভিন্ন ওষুধ, পোকার কামড়, ঠান্ডা, খাবারে অ্যালার্জির কারণে এমন হতে পারে। শরীরে রোগপ্রতিরোধকারী উপাদান ইমিউনোগ্লোবিনের অতিসক্রিয়তার ফলে রোগ প্রতিরোধব্যবস্থার অস্বাভাবিক প্রতিক্রিয়ায়ও এমন হতে পারে। এ রোগ বংশগত বা ছোঁয়াচে নয়। প্রতিরোধযোগ্যও নয় এটি।
লক্ষণ
● ত্বকে লাল লাল দাগ দেখা যায়। প্রথম দিকে ছোট, পরে কিছুটা বড় হয়ে বেগুনি রঙের মতো দেখায়। এগুলো ত্বকে উঁচু হয়ে থাকে ও হাত দিয়ে অনুভব করা যায় এবং চুলকানি হয়।
● দানাগুলো মূলত দুই পা ও নিতম্বে দেখা যায়। হাত ও শরীরের ওপরের অংশেও কখনো দেখতে পাওয়া যায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশুদের রোগ
- রক্তনালী